অ্যালজাইমার্স : বয়স্কদের ভুলে যাওয়া রোগ - Alzheimer's : Memory Problems In Elderly

alzheimers


অ্যালজাইমার্স : বয়স্কদের ভুলে যাওয়া রোগ -  Alzheimer's : Memory Problems In Elderly

Alzheimer's (অ্যালজাইমার্স) হল বৃদ্ধদের এমনি একটি রোগ, যে রোগে আক্রান্ত হলে মানুষের মস্তিষ্ক ও স্নায়ুর কাজ করার ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকে।  ফলে নানা ধরনের মানসিক সমস্যা ও ধীরে ধীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। Alzheimer's (অ্যালজাইমার্স)  -এর পুরো নাম অ্যালজইমার ডিমেনশিয়া। ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগ অনেক ধরনের হতে পারে। তবে এদের মাঝে অ্যালজাইমার্স ডিমেনশিয়ার রোগীই সবচেয়ে বেশি।

এ রোগে মস্তিষ্কের কগনাইটিভ ক্ষমতা হায়ার। অ্যালজাইমারের ক্ষেত্রে মস্তিষ্কের কাজ করার ক্ষমতা খুব ধীরে ধীরে কমতে থাকে। অ্যালজাইমার্স হল সব ধরনের ডিমেনশিয়ার মাছে সবথেকে জটিল এবং গুরুত্বপূর্ণ একটা ধরন। আর দুঃখের বিষয় মানুষের গড় আয়ু যত বাড়ছে, ততই বাড়ছে এই অ্যালঝাইমার্স। আজ ভাল থাকুন ডট কম (ValoWhakun.Com) এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

ভাল থাকুন ডট কম  (ValoThakun.Com) এর আজকের লেখা  অ্যালজাইমার্স : বয়স্কদের ভুলে যাওয়া রোগ -  Alzheimer's : Memory Problems In Elderly নিয়ে

 অ্যালজাইমার্স কাদের হয় - Who may suffer in Alzheimer's Disease?

এই রোগ সাধারণত বয়স্কদের (৬০ বৎসর) ও তদূর্ধ্ব ব্যক্তিদের হয়।

 

অ্যালজাইমার্স  এর কারণ / Causes of  Alzheimer's

  • বৃদ্ধ বয়স
  • বংশগত কারণ
  • মাথায় আঘাত
  • দুশ্চিন্তা

 

অ্যালজাইমার্স এর লক্ষণ / Symptoms of  Alzheimer's

  • মানসিক অবসাদ ও সব কিছু ভুলে যাওয়া
  • দুশ্চিন্তা, মানসিক ভারসাম্য নষ্ট হওয়া, স্মৃতিশক্তি বিলুপ্ত হওয়া
  • খাওয়ার প্রতি অনীহা
  • স্বাভাবিক কাজকর্মে উদ্দ্যমহীনতা
  • পারিবারিক ও সামাজিক আচরণ পরিবর্তন হওয়া
  • এ ছাড়া শারীরিক দুর্বলতা ও পুষ্টিহীনতার সাথে সংশ্লিষ্ট অন্যান্য লক্ষণসমূহ

 

 Alzheimer's (অ্যালজাইমার্স) রোগের চিকিৎসা প্রতিকার  / Treatment of  Alzheimer's

অ্যালজাইমার ডিমেনশিয়া রোগটির চিকিৎসা ও প্রতিকারের জন্য নিম্নলিখিত পদ্ধতিগলো আমরা পালন করতে পারি:

  • রোগীকে মানসিক সান্ত্বনা দেওয়া ও দুশ্চিন্তামুক্ত রাখা
  • রোগীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা করা এবং তার বাসস্থান ও আশেপাশে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা
  • রোগীর প্রতি পরিবারের সকলের সহানুভূতি  সূচক ব্যবহার করা
  • চিকিৎসকের পরার্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা
  • রোগীকে সর্বক্ষণ খেয়াল রাখা যেন বাসা থেকে হঠাৎ বের হয়ে না যান

ভাল থাকুন ডট কম  (ValoThakun.Com) এর আজকের লেখা  অ্যালজাইমার্স : বয়স্কদের ভুলে যাওয়া রোগ -  Alzheimer's : Memory Problems In Elderly নিয়ে

 Alzheimer's (অ্যালজাইমার্স) রোগের প্রতিরোধ / Prevention of  Alzheimer's

  • নিয়মিত ব্যায়াম
  • সুষম খাদ্য ও পুষ্টিকর খাবার, যেমন- চিনা বাদাম, আখরোট ইত্যাদি মানুষের স্মৃতিশক্তিকে উন্নত করতে সাহায্য করে
  • চিত্তবিনোদন
  • পারিবারিক সাহচর্য
  • পরিষ্কার পরিচ্ছন্ন থাকা।

----------------------------------------------------

আরো পড়ুন ভাল থাকুন ডট কম (ValoWhakun.Com) - এর পোস্ট:

হাইপোগ্লাইসেমিয়া কি ও হাইপোগ্লাইসেমিয়া হলে করনীয় - Hypoglycemia and It's Management

কোমর ব্যথা এবং এর প্রতিকার - Low back pain and it's management

 --------------------------------------------------

ডা. হাসান ইবনে আমিন

 

মন্তব্যসমূহ